বন বিভাগের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে আগুন

বান্দরবানের আলীকদমে আগুনে পুড়ে গেছে মাতামুহুরী রেঞ্জ অফিসের এক‌টি পরিত্যক্ত কোয়ার্টার। বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দি‌কে কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখ‌নও জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রা‌তে হঠাৎ লামা বন বিভাগের আওতাধীন আলী-কদম বাজারের পশ্চিমে অবস্থিত মাতামুহুরী রেঞ্জের স্টাফ কোয়ার্টা‌রে আগুন দেখ‌তে পান স্থানীয়রা। এ সময় দমকল বাহিনী‌কে খবর দিলে স্থানীয়রা ও দমকল বাহিনীর লোকজন এক ঘণ্টা‌র চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষ‌য়ে আলী-কদম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল কা‌দের বলেন, এটি এক‌টি পরিত্যক্ত কোয়ার্টার। তাই আগুনের সূত্রপাত সম্পর্কে জানা সম্ভব হয়নি।