বান্দরবানে রোহিঙ্গা কিশোরের হাতে শিশু খুন

বান্দরবানের লামায় এক রোহিঙ্গা কিশোরের (১৩) দায়ের কোপে সাদিয়া মনি (৬) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত ও অভিযুক্ত রোহিঙ্গা পরিবারের সন্তান। অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্লা ঝিরির মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া মনি ওই পাড়ার মো. ইদ্রিসের মেয়ে। অভিযুক্ত কিশোর একই পাড়ার নবী হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ির আঙিনায় সাদিয়ার সঙ্গে খেলাধুলা করছিল ওই কিশোর। খেলাচ্ছলে তাদের ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সা‌দিয়াকে দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই মারা যায়। পরে ওই কিশোরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আপ্রুচিং মারমা বলেন, ‘তিন বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে পরিবার নিয়ে বাঁশখাইল্লা ঝিরির মুসলিম পাড়ায় বসবাস শুরু করেন নবী হোসেন ও ইদ্রিস। পরে মুসলিম পাড়ায় একটি বাগানে কেয়ারটেকার হিসেবে কাজ শুরু করেন। ওই পাড়ায় ১০‌টির বে‌শি রো‌হিঙ্গা প‌রিবার বসবাস কর‌ছে। নানা সময়ে অপরাধে জড়ায় এসব পরিবারের সদস্যরা। তাদেরকে এখান থেকে সরিয়ে রো‌হিঙ্গা‌ ক্যাম্পে পাঠানোর দাবি জানাচ্ছি।’

লামা থানার ওসি মো. শামীম শেখ বলেন, ‘অভিযুক্তকে কিশোরকে আটক করা হয়েছে। নিহত শিশুর লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।’