ভারতে গেলো ৩২২৫ কেজি ইলিশ

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতে পাঠানো হয়েছে তিন হাজার ২২৫ কেজি ইলিশ মাছ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দুটি পিকআপভ্যানে করে এই মাছগুলো ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পৌঁছায়।

রফতানিকারক প্রতিষ্ঠান সিঅ্যান্ডএফএজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও মেসার্স প্রিতম এন্টার প্রাইজের স্বত্বাধীকারী মনির হোসেন বাবুল জানান, দুর্গা পূজা উপলক্ষে সরকার পাঁচ হাজার মেট্রিক টন মাছ রফতানি করার জন্য অনুমোদন দেয়। এর মধ্যে আখাউড়া স্থলবন্দর রয়েছে। রাজধানী ঢাকার মেসার্স রিপা এন্টারপ্রাইজ মাছগুলো রফতানির অনুমোদন পায়।

তিনি আরও বলেন, আজ দুটি পিকআপ ভ্যানে করে তিন হাজার ২২৫ মেট্রিক টন ইলিশ ত্রিপুরায় রফতানি হচ্ছে। পর্যায়ক্রমে আরও ৫০ টন মাছ যাবে তার অধীনে। রফতানি করা প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ১০ ডলার। যা থেকে ৩২ হাজার ৫০ ডলার রফতানি আয় হবে। যা বাংলাদেশি মুদ্রায় ৩৬ লাখ ৪৪ হাজারের বেশি।