চট্টগ্রামে জুয়ার আসর থেকে ১৬ জন গ্রেফতার

চট্টগ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি থানাধীন দোস্ত বিল্ডিংয়ের তৃতীয় তলার শিল্পী একাডেমির কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, থানার এসআই মো. মোস্তফা কামালের অভিযানে জুয়ার আসর থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ সাত হাজার ৪০০ টাকা ও চারটি  জুয়া খেলার তাস উদ্ধার করা হয়। 

ওসি আরও বলেন, গ্রেফতার আসামিদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অর্ডিন্যান্সের ৯৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।