চোরাই সেগুন কাঠভর্তি ট্রাকসহ ইউপি সদস্য গ্রেফতার

মীরসরাইয়ে চোরাই সেগুন কাঠভর্তি ট্রাকসহ আবদুল্লাহ আল মামুন নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে বন বিভাগ। শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে মীরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়ার স্টেশন এলাকা থেকে বন বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আবদুল্লাহ আল মামুন ৯নং মীরসরাই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। তিনি মধ্যম তালবাড়িয়া গ্রামের আবু তাহেরের ছেলে।

মীরসরাই বিটের রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ জানান, দীর্ঘদিন ধরে মামুনের বিরুদ্ধে সংরক্ষিত বন থেকে অবৈধভাবে গাছ কেটে পাচারের অভিযোগ ছিল। কিন্তু হাতেনাতে ধরা যাচ্ছিল না। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তালবাড়িয়ার স্টেশন এলাকায় একটি ট্রাকে চোরাই সেগুন কাঠ লোড দেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মামুনকে আসামি করে বন আইনের ২৬ ধারায় মীরসরাই থানায় একটি মামলা করা হয়েছে। ট্রাক থেকে ১৮ ঘনফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়।

৯নং মীরসরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার বলেন, ‘সরকার পাহাড়ে সবুজ বনায়নের জন্য প্রতি বছর লাখ লাখ টাকা বিনিয়োগ করছে। একশ্রেণির অসাধু কাঠ পাচারকারী গাছ কেটে বন ধ্বংস করছে। ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুনকে যেহেতু বন বিভাগের কর্মকর্তারা কাঠসহ গ্রেফতার করেছে তার বিরুদ্ধে আইনিভাবে যে ব্যবস্থা নেওয়া হবে তাতে আমাদের কোনও অভিযোগ নেই।’

মীরসরাই থানার ওসি কবির হোসেন জানান, মীরসরাই বিটের রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বাদী হয়ে একজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। রবিবার (১ অক্টোবর) বন বিভাগের কর্মকর্তারা তাকে আদালতে নিয়ে যাবেন।