বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল 

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী ও দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

রবিবার (০৩ ডিসেম্বর) দুপুরে যাচাই-বাছাই শেষে আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান। তবে মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন আবদুল মান্নান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালী-৪ আসনে মোট ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে মেজর (অব.) আবদুল মান্নানসহ চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল হওয়া অপর তিন জন হলেন, গণতন্ত্রী পার্টির সারওয়ার ই দীন, জাসদের এস এম রহিম উল্যাহ ও সাংস্কৃতিক মুক্তিজোটের মো. জিহাদ চৌধুরী। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জাতীয় পার্টির মোবারক হোসেন আজাদ, জাকের পার্টির মো. সোহরাব উদ্দিন ও ইসলামী ফ্রন্টের মো. আবদুল আলীমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনে ৫৫ জন প্রার্থীর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল এবং সাত জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। বাকি ৩২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলের মধ্যে রয়েছেন আবদুল মান্নান। ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’