সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে ২৪ জনকে উদ্ধার

কক্সবাজারে টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে তিন বাংলাদেশিসহ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোনও পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।

মঙ্গলবার রাত ১০টায় টেকনাফ সদর ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় মেরিন ড্রাইভের পাহাড়ি এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এর মধ্য ৯ জন পুরুষ, ছয় নারী ও ছয় জন শিশু ছিল।  তারা সবাই উখিয়া-টেকনাফের ক্যাম্পের বাসিন্দা। এ ছাড়া তিন জন বাংলাদেশি ছিল।

ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে সাগরপথে একটি দল মালয়েশিয়া পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের খবরে পুলিশ একটি দল ওই এলাকা অভিযান পরিচালনা করে। এতে মেরিন ড্রাইভের পাহাড়ি এলাকায় জড়ো হওয়া তিন বাংলাদেশিসহ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

ওসি জানান, উদ্ধার রোহিঙ্গাদের আদালতের নির্দেশনায় ক্যাম্পে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।