প্রবাসীর বাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় নারীকে পিটিয়ে হত্যা

ফেনীর দাগনভূঞায় প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় বাধা দেওয়ায় মমতাজ বেগম (৫৬) নামে এক নারীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার বারাহীগুনী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মমতাজ বেগমের স্বামী আতাউর রহমান ও বড় ছেলে মেহেদী হাসান তুহিন দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। ছোট ছেলে বাড়ির বাইরে ছিলেন। বুধবার রাতে বাড়িতে একা ছিলেন মমতাজ। রাত ৯টার দিকে বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা ঘরের দরজা খুলে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করার সময় মমতাজ বাধা দেন। এ সময় তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়। 

মমতাজের ছোট ছেলে মাহমুদুল হাসান বলেন, ঘটনার সময় সহপাঠীদের নিয়ে পাশের মাঠে ব্যাডমিন্টন খেলছিলাম। বড় ভাইয়ের স্ত্রী তার বাবার বাড়িতে ছিলেন। মা একাই ঘরে ছিলেন। এ সুযোগে পূর্বপরিকল্পনা অনুযায়ী আমাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে। ডাকাতিতে বাধা দেওয়ায় মাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, দুর্বৃত্তদের হামলায় ওই নারীর মৃত্যু হয়েছে। এটি ডাকাতি কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।