বিএনপির বহিষ্কৃত নেতা একরামুজ্জামান পেলেন কলার ছড়ি, বললেন সুষ্ঠু নির্বাচন হবে

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান পেয়েছেন ‘কলার ছড়ি’ প্রতীক। 

গত ২৭ নভেম্বর আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক একরামুজ্জামানের পক্ষে মো. বকুল মিয়া নামে দলীয় এক কর্মী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ঘটনায় পরদিন (২৮ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ এবং দলের প্রাথমিক সদস্যের পদ থেকে একরামুজ্জামানকে বহিষ্কার করে বিএনপি।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা হাবিবুর রহমান। তার প্রতীক ঘোষণার পরপরই নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।

প্রতীক গ্রহণের পর একরামুজ্জামান বলেন, ‘নির্বাচনের সুন্দর পরিবেশ রয়েছে। আশা করছি, সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হবে। ভোটারদের মধ্যে ভালো প্রতিক্রিয়া রয়েছে। বাংলাদেশের ইতিহাসে এবার নাসিরনগরে সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি হবে বলে আমি আশাবাদী।’

কলার ছড়ি প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এই প্রার্থী বলেন, ‘কলার ছড়ি আমার প্রতীক। ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে, কলার ছড়ি প্রতীকে ভোট দিয়ে নাসিরনগরের উন্নয়ন করার সুযোগ দেবেন।’