তারেক রহমান অনেক এমপি প্রার্থীকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিল: নিজাম হাজারী

ফেনী-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে কিলিং মিশনের নির্দেশনা দিয়েছিল। অনেক এমপি প্রার্থীকে গুলি করে হত্যার লক্ষ্যে বাড়িতে বাড়িতে হানা দিতে বিএনপির সন্ত্রাসীদের প্রস্তুত করেছিল। তারা ভেবেছিল, এটা কেউ বুঝতে পারবে না। কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থা অনেক বেশি অগ্রগামী। তার সেই মিশন তারা ব্যর্থ করে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতক্ষণ ক্ষমতায় আছেন, বাংলার মাটিতে আপনাদের এসব পরিকল্পনা কখনও সফল হবে না।’ 

সোমবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। নিজাম উদ্দিন হাজারী বলেন, ‘আপনারা হত্যার রাজনীতি বন্ধ করুন। ৭ জানুয়ারি ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন। যাকে মন চায়, তাকে ভোট দেবেন। জাল ভোটে আমি এমপি হতে চাই না। আমাকে যোগ্য মনে করলে নৌকায় ভোট দেবেন। আপনাদের ভোটে এমপি হতে চাই। দীর্ঘদিন সেবক হয়ে আপনাদের পাশে ছিলাম, এমপি কিংবা মেয়র নয়, ভাই হিসেবে ছিলাম। নির্বাচিত হলে আপনাদের সেবা করবো, এলাকার উন্নয়ন করবো, শান্তি ও সহাবস্থান বজায় রাখবো।’

ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার নির্বাচনি জনসভায় মানুষের ঢল নেমেছিল

পৌর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, সহসভাপতি অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, যুগ্ম সম্পাদক করিম উল্যাহ ও পৌর আওয়ামী লীগ সভাপতি আইনুল কবির শামীম। সভায় পৌরসভার ১৮টি ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৫০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।