চট্টগ্রামে ভোটকেন্দ্রে দেওয়া আগুনে পুড়লো স্কুলের বই-আসবাবপত্র

চট্টগ্রাম নগরীতে দুটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) ভোরে নগরীর বন্দর ও খুলশী থানা এলাকায় অবস্থিত ভোটকেন্দ্র দুটিতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে স্কুলে রাখা বই, কাগজপত্র ও আসবাবপত্র পুড়েছে।

আগুন দেওয়া দুই ভোটকেন্দ্র হলো নগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এবং খুলশী থানাধীন হলি ক্রিসেন্ট হাসপাতাল সংলগ্ন ডিজেল কলোনি ইউসেপ স্কুল (ডাব্বা স্কুল)।

তবে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ক্ষয়ক্ষতি বেশি হলেও ডিজেল কলোনি ইউসেপ স্কুল কেন্দ্রে তেমন ক্ষতি হয়নি। আগুন লাগার পরপরই নিভিয়ে ফেলা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল কাদের মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডে নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কে বা কারা রাতের আঁধারে আগুন দিয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, ‘খুলশী এলাকায় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার কোনও খবর আমি এখন পাইনি। খোঁজ নিয়ে দেখছি, যদি পাই তাহলে আপনাদের জানাবো।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শামীম মিয়া জানান, বন্দর থানাধীন নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কে বা কারা আগুন দিয়েছে। খবর পেয়ে ভোর ৫টায় বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণের কাজ শুরু করে। ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বই, কাগজপত্রসহ ৫০ হাজার টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে এক লাখ টাকার মালামাল।