X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘নির্বাচনে কে কত প্রভাবশালী, তা আমরা দেখবো না’

রংপুর প্রতিনিধি 
৩১ মার্চ ২০২৪, ২০:৫৫আপডেট : ৩১ মার্চ ২০২৪, ২১:৩৩

উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রার্থী সুলভ আচরণ করার ব্যাপারে গুরুত্বারোপ করে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘নির্বাচনে কে কত প্রভাবশালী, তা আমরা দেখবো না। যে প্রার্থী যতই প্রভাবশালী হোক, নির্বাচনে প্রার্থী সুলভ আচরণ না করলে, আইন না মানলে আমরা তাদের ছাড় দেবো না।’

রবিবার (৩১ মার্চ) দুপুরে রংপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভাগের সব উপজেলার নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করলে প্রার্থীদের সতর্ক করে রাশেদা সুলতানা বলেন, ‘এর আগেও আমরা অনেক জায়গায় প্রার্থিতা বাতিল করেছি। নির্বাচনের দিনেও বাতিল করেছি। রাষ্ট্র  আমাদের যে দায়িত্ব দিয়েছে, তা কঠোরভাবে পালন এবং প্রয়োগ করবো।’ 

মাঠপর্যায়ের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘মাঠপর্যায়ে যারা ভোটের কাজে জড়িত থাকবেন তাদের বলবো, বেআইনি কাজে যুক্ত হবেন না, তা আমরা বরদাশত করবো না। অনিয়ম করে কোনোভাবে নির্বাচনকে কলুষিত করলে তা আমরা মেনে নেবো না।’

নির্বাচনে প্রভাব খাটানো হলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা প্রভাব আর অপ্রভাব কিছুই বুঝি না। আমরা বুঝি, যিনি প্রার্থী হয়েছেন, তিনি আচরণবিধি মেনে চলবেন। সেইসঙ্গে নির্বাচন কমিশনের সব নির্দেশনা মানতে হবে। কমিশন এসব মনিটরিং করবে। তারপরও কেউ এ ধরনের কোনও কর্মকাণ্ড করলে আমরা শক্ত অবস্থানে থাকবো। কোনও ধরনের ব্যত্যয় বিগত সময়েও হতে দিইনি এবারও দেবো না।’

রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায়, জেলা প্রশাসক রংপুরের মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোতাহসিন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। 

/এএম/
সম্পর্কিত
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
গোপালপুর উপজেলা পরিষদগরমে অসুস্থ হয়ে প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত
সর্বশেষ খবর
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে