কেন্দ্রে নৌকার প্রার্থীর লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে ফেললো প্রশাসন

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিভিন্ন ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এম এ লতিফের লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে ফেলেছে প্রশাসন। শনিবার (৬ জানুয়ারি) ভোটকেন্দ্র থেকে এসব সিসিটিভি ক্যামেরা খুলে ফেলা হয়।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চট্টগ্রাম-১১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একজন প্রার্থী নিজ উদ্যোগে কয়েকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। বিষয়টি অবহিত হওয়ার পর কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাগণ এসব সিসিটিভি ক্যামেরা খুলে ফেলে। প্রার্থী চাইলে কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগাতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘এ আসনে এখন পর্যন্ত কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।’

এ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের প্রধান নির্বাচন সমন্বয়ক সৈয়দ এনামুল হক মুনিরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ আসনে ১৫ থেকে ১৭টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফের সমর্থকরা। বিষয়টি অবহিত হওয়ার পর আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। এরপর কেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরাগুলো খুলে ফেলা হয়।’

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বর্তমান সংসদ সদস্য এম এ লতিফ। তিনি এবারও নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী চসিক কাউন্সিলর জিয়াউল হক সুমনসহ মোট সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।