শপথ নিয়েই চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলেন নবনির্বাচিত এমপি

নির্বাচিত হয়েই চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন কুমিল্লার এক সংসদ সদস্য। শপথ নেওয়ার পর বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এই ঘোষণা দেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। এ ঘটনার সত্যতা তিনি নিজেই নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেবিদ্বার পৌরসভাসহ দেবিদ্বার উপজেলার, বাগুর, গুনাইঘর, ফতেহাবাদ, ভানী, রাজামেহার, এলাহাবাদ, শালঘর, ইউসুফপুর, রসুলপুরসহ প্রায় ২ শতাধিক স্ট্যান্ডে বিগত ১০ বছর ধরে সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নাম ভাঙিয়ে তার লোকজন ইজারার নামে লাখ লাখ টাকা চাঁদা আদায় করতো।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আবুল কালাম আজাদ ঘোষণা দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে দেবিদ্বার উপজেলার সকল স্ট্যান্ডে জিপির নামে চাঁদা আদায় বন্ধ করা হবে। তিনি নির্বাচিত হওয়ার পর বুধবার সকালে শপথ নেন। এরপর দেবিদ্বারের সকল প্রকার স্ট্যান্ডে অটোরিকশা, পিকআপ ভ্যানে জিপির নামে চাঁদা আদায় বন্ধের ঘোষণা দেন।

স্থানীয়রা জানায়, স্ট্যান্ডের চাঁদাবাজির কারণে অনেকটাই অতিষ্ঠ ছিল খেটে খাওয়া ক্ষুদ্র যানবাহনের চালক এবং তাদের পরিবারের সদস্যরা। এদিকে চাঁদার কারণে বেড়ে যায় ভাড়াও। তাই যাত্রী ও চালক উভয়েই ছিলেন বিপাকে।

সিএনজিচালিত অটোরিকশার চালক দেবিদ্বার সদরের আবদুল আলিম, রাজামেহারের বিল্লাল হোসেন ও বাগুরের ইমাম হোসেন বলেন, ‘দৈনিক, মাসিক ও বার্ষিক বিভিন্ন হারে আমাদের কাছ থেকে চাঁদা আদায় করতো। উপায় ছিল না। বিচার দেওয়ার জায়গাও ছিল না। প্রতিবাদ করলে মারধর করতো। এখন ভালো লাগছে। আজ থেকে কোন জিপি নেওয়া হবে না।’

এই সংসদ সদস্যের করা ফেসবুক পোস্টে আইয়ুবুল হক অভি নামের একজন মন্তব্য করেন, ‘চমৎকার উদ্যোগ। আমার বিশ্বাস আপনার হাত ধরে দেবিদ্বার আসনের এমন আমূল পরিবর্তন হবে; যা আগে কেউ কখনও কল্পনাও করেনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো।’

এ বিষয়ে জানতে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি দেবিদ্বারের মানুষকে নির্বাচনের আগে কথা দিয়েছিলাম কোনও চাঁদাবাজি করার সুযোগ দেওয়া হবে না। উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় অনেকটাই বন্ধ করেছি। কিন্তু কিছু জায়গায় একটি চক্রের কারণে পারিনি। এখন সকল এলাকায় বন্ধ করা হবে। দেবিদ্বারের মানুষ আমার প্রতি যে বিশ্বাস রেখেছে আমি সেটা পূরণ করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।’