টানেলে প্রবেশমুখে নৌবাহিনীর চেকপোস্টে মাইক্রোবাসের ধাক্কা, আহত ২

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে মাইক্রোবাসে থাকা দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- খুলশী থানাধীন লালখান বাজার এলাকার মুহাম্মদ সুলাইমানের ছেলে রাশেদুল করিম (৩০) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে রুবেল (৩০)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, বঙ্গবন্ধু টানেলের প্রবেশপথে একটি মাইক্রোবাস নৌবাহিনীর চেকপোস্টে সজোরে আঘাত করলে মাইক্রোবাসের চালক এবং গাড়িতে থাকা যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে চমেক হাসপাতাল আনা হলে চিকিৎসক তাদের ক্যাজুয়ালিটি ২ নং ওয়ার্ডে ভর্তি দেন।

আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ বলেন, ঘন কুয়াশায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নৌবাহিনীর চেকপোস্টে সজোরে আঘাত করে। এতে চালকসহ দুই জন আহত হন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।