আখাউড়ায় তোরণ নির্মাণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তোরণ নির্মাণ করতে গিয়ে মো. হানিফ (৪০) নামে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বিকালে আখাউড়া থানার সামনে এ ঘটনা ঘটে। নিহত হানিফ পৌর এলাকার রাধানগর কলেজপাড়ার আতর আলীর ছেলে। এ ঘটনায় মো. সেলিম নামে ডেকোরেটর মালিক আহত হয়েছেন।

এলাকাবাসী জানায়, আগামী ২৭ জানুয়ারি আইনমন্ত্রী আনিসুল হকের আগমনকে কেন্দ্র করে তোরণ নির্মাণের প্রস্ততি নিয়েছেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষীরা। এরই অংশ হিসেবে থানার সামনে তোরণ নির্মাণ কাজ চলছিল। এ সময় একটি তোরণ নির্মাণ করার সময় ওই দুজন বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু বলেন, ‘শনিবার বিকালে তোরণ নির্মাণ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে একজন ডেকোরেটর কর্মী মারা যান। ঘটনার খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি। তবে কার তোরণ নির্মাণ করতে গিয়ে তিনি মারা গেছেন এ ব্যাপারে সঠিকভাবে বলা যাচ্ছে না।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ‘বিকালে কাঁচা বাঁশ দিয়ে তোরণ নির্মাণ করার সময় একজন কর্মী বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হলে হাসপাতালে নিলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’