আনভীরকে গ্রেফতারের দাবি জানিয়ে মুনিয়ার পরিবারের মানববন্ধন

কুমিল্লার কলেজ ছাত্রী মোশারাত জাহান মুনিয়ার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী। শনিবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লা প্রেসক্লাবের সামনে কুমিল্লার সর্বস্তরের জনগণ ব্যানারে মানববন্ধন করে মুনিয়ার বোন ও স্বজনরা।

এ সময় তারা মুনিয়া হত্যায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে জড়িত দাবি করে গ্রেফতার করে শাস্তির দাবিও জানান।

মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া মানববন্ধনে দাবি করেন, আমরা গরিব। আর আনভীরের টাকা আছে। তাই আমার ছোট বোনটাকে প্রলোভন দেখিয়ে নিয়ে খুন করেছে। আনভীর তার টাকা দিয়ে সব কিনে ফেলেছে। শাস্তির দাবি করা ছাড়া আমাদের আর কী করার আছে? আমরা মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আর আমরা তাদের মেয়ে হয়ে বিচার পাচ্ছি না। তদন্ত প্রতিবেদন করার আগে তদন্ত করেছে এটা সঠিক। কিন্তু প্রতিবেদন ঠিক দেয়নি। কারণ আনভীরের টাকা দিয়ে সব মেনেজ করেছে। তাছাড়া তাকে জিজ্ঞাসাবাদের জন্য অথবা কোন কারণে তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ এখনও একবারও ডাকেনি। আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। মাননীয় প্রধানমন্ত্রীর ওপর আমাদের বিশ্বাস আছে তিনি মুক্তিযোদ্ধার সন্তানের হত্যার বিচারের জন্য সুনজর দেবেন।

এ সময় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন চৌধুরী। তিনি বলেন, মুক্তিযোদ্ধার সন্তানরা এমন বিচারহীন থাকবে সেটা কাম্য নয়। আমরা মুনিয়া হত্যার বিচার চাই। মুনিয়া ছোট্ট একটা মেয়ে। তাকে আনভীর প্রলোভন দেখিয়ে নিয়েছে। পরে তাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- মুনিয়ার খালাতো ভাই শাহীনুল ইসলাম কাদের ও মামা সার্জেন্ট (অব.) শানসুল হুদাসহ কুমিল্লার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

উল্লেখ্য, ২০২১ সালের ২৬ এপ্রিল ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে কুমিল্লার কলেজ ছাত্রী মোশারাত জাহান মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে মামলা করেন মুনিয়ার বোন নুসরাত।