লাইনচ্যুত বগি উদ্ধার, সচল হয়ে রওনা দিলো সাগরিকা এক্সপ্রেস

ফেনী রেল স্টেশনে বগি লাইনচ্যুত হওয়া সাগরিকা এক্সপ্রেস ট্রেন ফের সচল হয়েছে। ফলে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৬টার দিকে ফেনী রেল স্টেশন থেকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

ফেনী রেল স্টেশনের মাস্টার মেহেদী হাসান বলেন, চাঁদপুর থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টাগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন বিকাল প্রায় পৌনে ৫টায় ফেনী রেল স্টেশনের আউটারে প্রবেশের সময় হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।