চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি থেকে দুই শিক্ষকের পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডি থেকে পদত্যাগ করেছেন দুই সহকারী প্রক্টর। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা দুই সহকারী প্রক্টর হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোরশেদুল আলম ও পালি বিভাগের সহকারী অধ্যাপক অরুপ বড়ুয়া।

এর মধ্যে ড. মোরশেদ সোহরাওয়ার্দী হলের সিনিয়র আবাসিক শিক্ষক ও অরুপ বড়ুয়া চাকসুর সহকারী পরিচালকের দায়িত্বে ছিলেন। এই দুই পদ থেকেও তারা পদত্যাগ করেছেন।

পদত্যাগের বিষয়ে ড. মোরশেদুল আলম বলেন, ব্যক্তিগত কারণে প্রক্টরিয়াল বডি থেকে পদত্যাগ করেছি। অন্য কারণ নেই। একই কথা বলেছেন অপর সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বলেন, সকালে দুই সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে শুনেছি। আমি মিটিংয়ে আছি। অফিসে গেলে বিস্তারিত জানতে পারবো।

গত বছরের ১২ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রশাসনের বিভিন্ন পর্ষদ থেকে প্রক্টর অধ্যাপক রবিউল হাসান ভূঁইয়াসহ ১৬ জন পদত্যাগ করেন।