সকালে স্বামীর সঙ্গে ঝগড়া, সন্ধ্যায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে ফাতেমা বেগম (১৯) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার চরমোহনা ইউনিয়নের বজা মার্কেটস্থ বাহাদুর বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

তবে স্বামীর সঙ্গে অভিমান করে দুপুর ২টা থেকে বিকাল ৪টার মধ্যে নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

নিহতের পিতা লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি গ্রামের সৈয়দ আহম্মেদ বলেন, ‘চরমোহনা গ্রামের বাহাদুর বাড়ির প্রবাসী রিয়াজ বাহাদুর ৩ বছর আগে ফাতেমাকে সামাজিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে তিন মাসের একটি শিশুসন্তানও রয়েছে। অনেক দিন ধরে ফাতেমা ও রিয়াজের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বৃহস্পতিবার সকালে উভয়ের মধ্যে ঝগড়া হয় এবং বিকালে ফাতেমা বাবার বাড়ি যেতে চাইলে তার শাশুড়ি নিষেধ করে। এ সময় শাশুড়ি তাকে হুমকি দেয়, রিয়াজ দুই লাখ টাকা দিয়ে ফাতেমাকে বিদায় করে দেবে। বিকালে এসে দেখি ফাতেমার লাশ পড়ে আছে। ঘটনার পর থেকে রিয়াজ এখন পর্যন্ত পলাতক আছে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। গৃহবধূ ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ফাতেমা রিয়াজের দ্বিতীয় স্ত্রী। পারিবারিক কলহ থেকে হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত করলে জানা যাবে।’