পশুর হাটে চাঁদাবাজি, সাবেক ইউপি চেয়ারম্যান বললেন ‘আমার সম্পদের ওপর বাজার’

লক্ষ্মীপুরের রায়পুরে মোল্লারহাট বাজারে পশুর হাটে গরু নিয়ে আসা-যাওয়ার সময় চলে চাঁদাবাজি। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যানের নির্দেশে তিন তরুণ বাজারের টোলের নামে গরুবাহী ট্রলি ও ট্রাক থামিয়ে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

চাঁদাবাজি বন্ধের জন্য এলাকার সচেতন মহল ও ব্যবসায়ীরা পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন। অপরদিকে, গুরুত্বপূর্ণ বাজারটি ইজারা না হওয়ায় সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে।

শনিবার (২ মার্চ) ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির মোল্লারহাট বাজারে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার হাটে গরু নিয়ে আসা-যাওয়ার সময় তরুণেরা ব্যবসায়ীদের কাছে রসিদের মাধ্যমে ২০-২০০ টাকা করে চাঁদা দাবি করছেন। চাঁদা না দিলে গরু হাটে নিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে। এ কারণে ঝামেলা এড়াতে অনেকেই চাঁদা দিচ্ছেন।

শনিবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন স্থান থেকে মোল্লারহাট বাজারে আসা লক্ষ্মীপুর ও হায়দরগঞ্জ সড়কের তিনটি স্থানে গরুবাহী ট্রাক ও শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান ট্রলি থামিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। গরুপ্রতি ২০, ৩০, ৭০, ১০০, ১৫০, ২০০ টাকা নেওয়া হচ্ছে। আবার কখনও কখনও বেশিও দাবি করা হচ্ছে।

মোল্লারহাটের গরু ব্যবসায়ী সেকান্তর মিয়া বলেন, ‘প্রতিবছরই ঈদের বাজার ছাড়াও গত বিশ বছর ধরে ১০০-১৫০ টাকা করে চাঁদা দিয়ে আসছি। চাঁদা দেওয়া না হলে গরু নিয়ে যেতে বাধা দেওয়া হয়। জেলার বিভিন্ন এলাকাসহ ভোলার মেহেদীগঞ্জ ও চাঁদপুরের হাইমচর থেকে আসা গরু বিক্রেতাদের কাছ থেকেও চাঁদা আদায় করা হয়। কয়েক বছর আগে চাঁদা তোলার কারণে কয়েকজন তরুণকে পুলিশ আটক করেছিল। আবারও তারা চাঁদা আদায় করছেন।’

টোল আদায়ের রসিদ

চাঁদা উত্তোলনকারী একজন বলেন, ‘ঈদের বাজার ছাড়াও গত ২০ বছর ধরে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রশীদ মোল্লার নির্দেশে বাজার টোলের নামে কয়েক ভাগে এই টাকা নেওয়া হচ্ছে। আমার ছবি তোলা যাবে না।’

এ ব্যাপারে দক্ষিণ চরবংশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর রশীদ মোল্লা বলেন, ‘আমার সম্পদের ওপর মোল্লারহাট বাজার। এটা আমার নামে চলে আসছে। বাজারের টোল আদায়ে চাঁদা তোলা হয়। আপনি পারলে রিপোর্ট করেন। আমার কিছুই হবে না।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুখ মজুমদার বলেন, ‘ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করার কোনও অভিযোগ পাওয়া যায়নি। ওই সড়কে গরু ব্যবসায়ীদের ভোগান্তির বিষয়ে কেউ কিছু বলেনি।’

বিষয়টি নিয়ে দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজি বলেন, ‘মোল্লারহাট বাজারে টোলের নামে গরু ব্যবসায়ী ও পরিবহন থেকে চাঁদা আদায়ের ঘটনা প্রশাসন জানলেও নীরব।’