X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ইউপি সদস্যের কাছে চাঁদা দাবি করায় এসআই বরখাস্ত

কুমিল্লা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৪, ২১:২৩আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ২১:২৩

কুমিল্লায় এক ইউপি সদস্যের কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা চাঁদা দাবির অডিও রেকর্ড প্রকাশ হওয়ার পর থানার এক উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের চাঁদা দাবির ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার মুরাদনগর থানায়।

সোমবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর।

সূত্র জানায়, মুরাদনগর থানায় কর্মরত এসআই হারুনুর রশিদ তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের মেম্বার আশ্রাফুল ইসলামের নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

অডিওতে ইউপি সদস্য আশ্রাফুল ইসলামকে বলতে শোনা যায়, ‘দুই লাখ টাকা এই মুহূর্তে হাতে নেই।’ কী সমস্যা জানতে চান তিনি। জবাবে এসআই হারুন বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। সব স্যারে (ওসি) জানে।’ তারপর মেম্বার কয়েক দিনের সময় চাইলে এসআই ‘সরি’ বলে ফোন কেটে দেন।

সেদিন রাতেই ইউপি সদস্য আশ্রাফুল ইসলামকে তার শ্বশুরবাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। এদিকে মেম্বারের নিকট এসআইয়ের চাঁদা দাবির অডিও রেকর্ড প্রকাশ হলে সমালোচনার ঝড় ওঠে।

এই ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) রবিউল ইসলাম বিষয়টি তদন্ত করে চাঁদা দাবির সত্যতা পেয়ে পুলিশ সুপার বরাবর ২৫ মার্চ প্রতিবেদন প্রেরণ করেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার আবদুল মান্নান এসআই হারুনকে ৩০ মার্চ বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করেন।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘এসআই হারুনুর রশিদের চাঁদা দাবির বিষয়ে আমার কোনও সম্পৃক্ততা নেই। সে আমার নাম ব্যবহার করে এমনটা করেছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) রবিউল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশ সুপার মহোদয়ের নিকট প্রতিবেদন পাঠিয়েছি। অভিযুক্ত এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সাবেক পুলিশ সুপার আরিফুর সাময়িক বরখাস্ত
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে