X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ইউপি সদস্যের কাছে চাঁদা দাবি করায় এসআই বরখাস্ত

কুমিল্লা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৪, ২১:২৩আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ২১:২৩

কুমিল্লায় এক ইউপি সদস্যের কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা চাঁদা দাবির অডিও রেকর্ড প্রকাশ হওয়ার পর থানার এক উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের চাঁদা দাবির ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার মুরাদনগর থানায়।

সোমবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর।

সূত্র জানায়, মুরাদনগর থানায় কর্মরত এসআই হারুনুর রশিদ তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের মেম্বার আশ্রাফুল ইসলামের নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

অডিওতে ইউপি সদস্য আশ্রাফুল ইসলামকে বলতে শোনা যায়, ‘দুই লাখ টাকা এই মুহূর্তে হাতে নেই।’ কী সমস্যা জানতে চান তিনি। জবাবে এসআই হারুন বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। সব স্যারে (ওসি) জানে।’ তারপর মেম্বার কয়েক দিনের সময় চাইলে এসআই ‘সরি’ বলে ফোন কেটে দেন।

সেদিন রাতেই ইউপি সদস্য আশ্রাফুল ইসলামকে তার শ্বশুরবাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। এদিকে মেম্বারের নিকট এসআইয়ের চাঁদা দাবির অডিও রেকর্ড প্রকাশ হলে সমালোচনার ঝড় ওঠে।

এই ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) রবিউল ইসলাম বিষয়টি তদন্ত করে চাঁদা দাবির সত্যতা পেয়ে পুলিশ সুপার বরাবর ২৫ মার্চ প্রতিবেদন প্রেরণ করেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার আবদুল মান্নান এসআই হারুনকে ৩০ মার্চ বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করেন।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘এসআই হারুনুর রশিদের চাঁদা দাবির বিষয়ে আমার কোনও সম্পৃক্ততা নেই। সে আমার নাম ব্যবহার করে এমনটা করেছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) রবিউল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশ সুপার মহোদয়ের নিকট প্রতিবেদন পাঠিয়েছি। অভিযুক্ত এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
দায়িত্বে গাফিলতির কারণে ডুবে গিয়েছিল রজনীগন্ধা ফেরি, ১১ জন বরখাস্ত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!