ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। জাহাজটি কবির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারেন গ্রুপটির কর্মকর্তারা।

এর সত্যতা নিশ্চিত করে এসআর শিপিংয়ের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম বলেন, কবির গ্রুপের মালিকানাধীন জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে। জাহাজে মোট ২৩ জন নাবিক ছিল। তারা নিরাপদ আছেন।’

কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি নৌপথে পণ্য পরিবহন করে। জাহাজটিতে ক্যাপ্টেন হিসেবে আছেন আবদুর রশিদ।

জানা গেছে, জাহাজটি লম্বায় ১৮৫ মিটার আর প্রস্থে ৩০ মিটার। নাবিকরা জানিয়েছেন, জলদস্যুরা তাদের কাছে খাবার, ডলার ও ডিজেল চায়। জাহাজে থাকা ডলার এরইমধ্যে জলদস্যুরা নিয়ে গেছে বলে জানিয়েছেন তারা।

এর আগে, ২০১০ সালে একই কোম্পানির মালিকানাধীন ‘জাহান মণি’ সোমালিয়ার জলদস্যুদের হাতে ছিনতাই হয়। নিকেলবোঝাই ওই জাহাজের ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। পরে মুক্তিপণের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়।