মাটিরাঙ্গায় ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্লু-লেস একটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সেইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িত কামিনী কুমার ত্রিপুরা (৪৩) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মুক্তা ধর।

পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘গ্রাম্য সালিশকে কেন্দ্র করে স্থানীয় কারবারি কামিনী কুমার ত্রিপুরার সঙ্গে হৃদয় ত্রিপুরা (৪০) নামে এক ব্যক্তির বাগবিতণ্ডা হয়। পরে পাহাড়ের ওপরে নিয়ে গাছের ডাল দিয়ে পিটিয়ে হৃদয়কে হত্যা করে মরদেহ পলিথিন দিয়ে মুড়িয়ে ফেলে রাখে কামিনী। আদালতে ১৪৪ ধারায় হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। কামিনী মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত ফালগুন চন্দ্র ত্রিপুরার ছেলে।’ 

গত ২০২৩ সালের ১২ ডিসেম্বর সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় পাহাড়ের ওপর থেকে হৃদয় ত্রিপুরার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হৃদয়ের পরিবার মাটিরাঙ্গা থানায় হত্যা মামলা করে। ক্লু-লেস এই হত্যাকাণ্ডের দীর্ঘ তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন করে আসামিদের শনাক্ত করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কামিনীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামিনী জানায়, সে পাড়ার কারবারি। হৃদয় প্রায়ই সময়ে গ্রাম্য সালিশে কামনীর বিরোধিতা করতো। এজন্য তাকে হত্যা করা হয়েছে।