ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় ট্রলারে থাকা চার জন অগ্নিদগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় নোঙর করা ওই ট্রলারে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে নৌবাহিনী এবং কোস্টগার্ডের ফায়ার ইউনিট দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আহতরা হলেন- জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫) ও মো. এমরান (২৮)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নূরুল আলম আশিক বলেন, ‌পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে আহত চার জনকে দুপুর দেড়টার দিকে চমেক হাসপাতালে আনা হয়। তাদের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ১৫ নম্বর ঘাট সংলগ্ন বে-ওয়ান ক্রুজের পাশে বাঁধা অবস্থায় থাকা একটি মাছ ধরার ট্রলারে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে। এতে চার জন আহত হন। তাদের চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ট্রলারের ইঞ্জিনে বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।