কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন

অন্যান্য বছরের তুলনায় এবার কাপ্তাই হ্রদের পানি ব্যাপক হারে কমে যাওয়ায় কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিঘ্নিত হচ্ছে পাঁচ উপজেলার সঙ্গে নৌযান চলাচল।

কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্রে রয়েছে পাঁচটি ইউনিট। সবগুলো ইউনিট একযোগে সচল থাকলে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। কিন্তু পানি স্বল্পতায় এখন পাঁচটির মধ্যে একটি ইউনিট দিয়ে ৩০ মেগাওয়াট উৎপাদন করা সম্ভব হচ্ছে। হ্রদে বর্তমানে পানি রয়েছে ৮০ দশমিক ২৪ এমএসএল, এই সময় পানি থাকার কথা ৮৮ দশমিক ৬৮ এমএসএল। ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, ‘দীর্ঘদিন অনাবৃষ্টির ফলে হ্রদের পানির স্তর কমেছে। এতে বর্তমানে একটি ইউনিট দিয়ে দৈনিক ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তবে সামনে বৃষ্টিপাত হলে এবং হ্রদের পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন বাড়বে।’

এদিকে, কাপ্তাই হ্রদে পানির স্তর কমে যাওয়ায় একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে তেমনি হ্রদের ওপর নির্ভরশীল মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে। বিশেষ করে হ্রদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েক উপজেলার নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হ্রদের বিভিন্ন স্থানে জেগে ওঠা চরে নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি হ্রদের বেশ কিছু অংশে পলি জমায় দেখা দিয়েছে নাব্যতা সংকট।