৮০০ রোহিঙ্গার মাঝে ইফতারসামগ্রী বিতরণ

কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরে ৮০০ গরিব-দুস্থ রোহিঙ্গার মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকাল ৪টায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ এবং নোয়াখালীর ভাসানচরে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ৮, ১৪, ১৬ ও ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ইফতারসামগ্রী রোহিঙ্গাদের হাতে তুলে দেয়। ইফতার প্যাকেটে চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন রয়েছে।

এসব তথ্য জানিয়ে এপিবিএন-৮-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আমির জাফর বলেন, ‘ক্যাম্পে গরিব ও দুস্থ রোহিঙ্গাদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা উখিয়া-টেকনাফ এবং ভাসানচরে ৮০০ রোহিঙ্গাকে ইফতারের খাদ্যসামগ্রী প্রদান করেছি। এতে তারা (রোহিঙ্গারা) পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নেতা নুর মোহাম্মদ বলেন, ‘আমার ক্যাম্পে এপিবিএন পুলিশের পক্ষ থেকে ২০০ রোহিঙ্গার মাঝে ইফতারসামগ্রী প্রদান করা হয়েছে। অন্যান্য ক্যাম্পেও ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার প্যাকেটে চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন তেল দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ক্যাম্পের গরিব ও দুস্থ এসব রোহিঙ্গারা ইফতারসামগ্রী পেয়ে আনন্দিত। তারা বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।