বিশ্ববিদ্যালয়ের ঝরনায় ঘুরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদের পেছনের ঝরনা থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) রাত সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ও প্রক্টোরিয়াল বডি ঝরনা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে। এর আগে দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে ঝরনায় ঘুরতে এসে নিখোঁজ হয় ওই ছাত্র।

উদ্ধার ওই স্কুলছাত্রের নাম মো. জুনায়েদ (১৩)। সে নগরের হাজী মহসিন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং  নগরের চকবাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম মিজানুর রহমান ও মায়ের নাম ইয়াসমিন আক্তার।

জানা গেছে, নগরীর প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির কিছু ছাত্রের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিল হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র জুনায়েদ। দুপুর পৌনে ১২টার দিকে তারা ঝরনায় গোসল করতে নামে। একপর্যায়ে ১২টার দিকে তারা বুঝতে পারে যে জুনায়েদকে আশপাশে দেখা যাচ্ছে না। এরপর ঝরনা ও আশপাশের পাহাড়ে দীর্ঘক্ষণ খুঁজেও কোনও হদিস না পাওয়ায় তারা শহরে ফিরে যায়।

এরপর বিকালে জুনায়েদের বন্ধু রিমনসহ পরিবারের লোকজন ক্যাম্পাসে আসেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানালে প্রশাসন ফায়ার সার্ভিসের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করে। পরে দুই ঘণ্টা অভিযান চালিয়ে রাত সোয়া ৯টার দিকে জুনায়েদকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ঝরনাটিতে দুর্ঘটনার আশঙ্কায় থাকায় এ জায়গাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঝরনায় মৃত্যুর ঘটনা এবারই প্রথম নয়। এর আগে, ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ বিভাগের প্রথম বর্ষের দুই শিক্ষার্থী ঝরনায় পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। ২০২০ সালের ১৩ জুলাই সাইফুর রহমান মুন্না নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি চট্টগ্রামের হাটহাজারী কলেজের রাজনীতিবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। ২০২২ সালের ১৬ অক্টোবর  রাকিবুর রশিদ নামের চট্টগ্রাম রেলওয়ে পাবলিক হাইস্কুলের এক শিক্ষার্থীও এখানে নিহত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক অহিদুল আলম বলেন, ‘ঝরনাটি ঝুঁকিপূর্ণ। প্রবেশপথে সাবধান করে সাইনবোর্ডও লাগানো আছে। তবে অনেকেই এ নিষেধ অমান্য করে সেখানে যায়। এসব কারণে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। এখন থেকে একজন প্রহরী সেখানে স্থায়ীভাবে রাখা হবে।’