চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (১৮ মে) রাতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দীর্ঘ পাঁচ বছর আট মাস পর এ কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের অনিয়ম এবং বিশৃঙ্খলার কারণে বিগত ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর মাহমুদুল করিমকে সভাপতি এবং সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এই কমিটি বিলুপ্ত করার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, ‘মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’
জানা গেছে, ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর মাহমুদুল করিমকে সভাপতি এবং সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ২৫ সদস্যের কমিটি ঘোষণা করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। ২০২৩ সালের ২৯ জুলাই পূর্ণাঙ্গ কমিটি পায় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ। এতে আরও ৩০ জনকে এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
এদিকে, কলেজ ক্যাম্পাস এবং আশপাশে বিভিন্ন উন্নয়নমূলক কাজে চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগ এনে গত ১৩ মে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।