রাঙামাটির বাঘাইছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে নাঈম (৩৫) নামের এক পরিবহনশ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে বাঘাইহাট বাজারে এই ঘটনা ঘটে।
নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জয় চৌধুরী।
তিনি জানান, গুলিবিদ্ধ গুরুতর আহত একজনকে হাসপাতালে আনা হয়। তবে এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে জনসংহতি সমিতি (জেএসএস—এমএন লারমা) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। শান্তি পরিবহনের সুপারভাইজার নাঈম পুকুরে গোসল করতে গিয়ে ফেরার পথে দুই পক্ষের গোলাগুলি শুরু হলে তিনি গুলিবিদ্ধ হন।
দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান জানান, দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।
তবে এই ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি ইউনিটের সংগঠক সচল চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকালের দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গুলিতে শান্তি পরিবহনের এক হেলপার নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানায় সংগঠনটি।