বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক আদনান শরীফকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) রাতে নগরীর বাকলিয়া থানাধীন ডিসি রোডের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে নগরীর পাঁচলাইশ থানায় করা হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আদনান শরীফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের দারুল উলুম মাদ্রাসার সমন্বয়কের দায়িত্বে আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুমাইয়া শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, গত ১৬ জুলাই মুরাদপুরে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে থাকা ভিডিও ফুটেজ দেখে আদনান শরীফকে গ্রেফতার করা হয়েছে। তিনি সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন। তাকে পাঁচলাইশ থানায় করা হওয়া হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় গ্রেফতার গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।
এদিকে, গ্রেফতার আদনান শরীফের মা হোসনে আরা বলেন, বুধবার রাতে পুলিশের একটি টিম বাসা থেকে আদনানকে থানায় নিয়ে যায়। আমার ছেলে অত্যন্ত মেধাবী। কোনও খারাপ কাজে তার সম্পৃক্ততা নেই। এমনকি আমার ছেলে কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নয়।
তিনি আরও বলেন, যে ভিডিও ফুটেজ দেখে আদনানকে গ্রেফতার করা হয়েছে ওই ফুটেজের ব্যক্তি আদনান নয়; সেটা অন্য কেউ। আমার ছেলে ষড়যন্ত্রের শিকার। আমার ছেলে অসুস্থ এরপরও পুলিশ তাকে ছাড়েনি।