রাঙামাটিতে শিক্ষকদের কর্মবিরতি

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ও চার স্তরের পদসোপানের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকরা।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় মূল ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রশাসন পরিচালিত হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে। কলেজেরও প্রশাসনও একইভাবে চলে। কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসন পরিচালিত হয় উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে। এটি একটি স্পষ্ট বৈষম্য। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পদসোপান থাকলেও মাধ্যমিক বিদ্যালয়ে কোনও পদসোপান নেই। তাই আমরা সরকারের কাছে চার স্তরের পদসোপানের দাবি করছি।

রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক আহসানউল্লাহ বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হোক। তারা ঘরে মেহমান হয়ে এসে এখন ঘরের মানুষদেরই বের করে দিতে চাচ্ছে। গতকাল শিক্ষা অধিদফতরে মাধ্যমিক শিক্ষকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক আহসানউল্লাহ, সিনিয়র শিক্ষক সুশান্তময় চাকমা, সিনিয়র শিক্ষক আহমেদ হোসাইনসহ প্রমুখ।