মামলা করা নিয়ে ফেনীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

ফেনীর সোনাগাজীতে মামলা করা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৫দিকে সোনাগাজী মেইন রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর সোনাগাজী কলেজ ছাত্রদলের দুই নেতার ওপর হামলার ঘটনার জেরে মিছিল বের হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তখন সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদল নেতা মিরাজ ও রায়হানকে মারধর করা হয়। এ ঘটনায় বুধবার থানায় মামলা করে তাদের পরিবার। ওই মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পিয়াশ ও তার কয়েকজন অনুসারীকে আসামি করা হয়। এই মামলার প্রতিবাদে বুধবার বিকালে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নুর আলম সোহাগের নেতৃত্বে সোনাগাজী পৌর শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের একাংশ। মিছিলটি পশ্চিম বাজারে পৌঁছালে উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম সমর্থিত ছাত্রদল-যুবদলের কর্মীরা এতে হামলা চালান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৪০ নেতাকর্মী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, সরকারি কলেজ ছাত্রদল নেতা মিরাজ ও রায়হানের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ছাত্রদল নেতাদের ওপর হামলা করেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নুর আলম সোহাগ বলেন, দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হওয়ায় প্রতিবাদে মিছিল করে ছাত্রদল। পশ্চিম বাজারে শান্তিপূর্ণ মিছিলে ছাত্রদল-যুবদলে অনুপ্রবেশকারীরা সশস্ত্র হামলা করেছে। এতে ছাত্রদলের ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এ ব্যাপারে উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা বলেন, ‘আমি ব্যবসায়িক কাজে ঢাকায় অবস্থান করছি। হামলা ও সংঘর্ষের ব্যাপারে কিছু জানি না।’ 

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‌‘আধিপত্য বিস্তার ও মামলা করাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’