চিন্ময় কৃষ্ণকে আদালতে নেওয়ার সময় বাধা দেওয়ার অভিযোগে ২ জন গ্রেফতার

ইসকন সংগঠক ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে আদালতে নেওয়ার বাধা দেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করেন বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন।

গ্রেফতাররা হলেন- বাঁশখালী চাম্বল এলাকার বাবলা ধর (৪২) ও আশিয়া হিন্দুপাড়ার সজল শীল (৪০)।

ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, গত ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে আদালতে হাজির করার সময় তারা পুলিশের কাজে নানাভাবে বাধা প্রদান করেন। ছবি ও ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা শনাক্ত করেছি।