ঘুষ ছাড়া কাজ না করা সেই সার্ভেয়ারকে ‘স্ট্যান্ড রিলিজ’

বান্দরবান সদ‌র উপজেলা ভূ‌মি অফিসের সার্ভেয়ার মো. ইব্রা‌হিম ফয়সাল‌কে ‘স্ট্যান্ড রিলিজ’ দেওয়া হয়েছে। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তাকে নতুন কর্মস্থল থান‌চি উপজেলা ভূমি অফিসে সংযুক্ত করা হয়ে‌ছে। র‌বিবার (৮ ডিসেম্বর) বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষ‌রিত এক অফিস আদে‌শের মাধ‌্যমে এ তথ‌্য নিশ্চিত হওয়া গে‌ছে।

অফিস আদে‌শে বলা হ‌য়ে‌ছে, অভিযুক্ত সার্ভেয়ারকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে। তার বর্তমান কর্মস্থ‌ল থান‌চি উপজেলা ভূমি অফিস।

এর আগে, বাংলা ট্রিবিউনে বান্দরবান সদর উপ‌জেলা ভূ‌মি অফিসের সা‌র্ভেয়ার ইব্রা‌হিম ফয়সা‌লের না‌মে নানা অনিয়ম ও ঘুষ নেওয়ার অভি‌যো‌গে এক‌টি সংবাদ প্রকা‌শিত হ‌লে তোলপাড় শুরু হয়। প‌রে তা‌কে তাৎক্ষ‌ণিক বদলির আদেশ দেওয়া হয়।

বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে উঠে আসে, বান্দরবান সদ‌র উপজেলা ভূ‌মি অফিসের সার্ভেয়ার মো. ইব্রা‌হিম ফয়সাল‌ ঘুষ ছাড়া কোনও কাজ ক‌রেন না। এমনকি মোটা অঙ্কের ‍ঘুষ নিয়ে একজনের জমির দাগ, পরিমাণ ও মৌজা নম্বর পরিবর্তন করে আরেকজনের নামে প্রতিবেদন দিয়ে দিচ্ছেন। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন জমির মালিকরা। কেউ কেউ জমিও হারিয়েছেন বলে জানিয়েছেন। পাহাড়ি এলাকার জমি হওয়ায় এক মৌজার জমি অন্য মৌজায় দিয়ে নতুন দাগ তৈরি করছেন। তবে চাহিদামতো ঘুষ পেলে সঠিক মৌজার জমির ওপর প্রতিবেদন দিচ্ছেন সার্ভেয়ার।

খোঁজ নি‌য়ে জানা‌ গে‌ছে, বান্দরবানে আসার আগে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি হুকুম দখল কার্যালয় (এলএ) শাখার সার্ভেয়ার ছিলেন ইব্রা‌হিম ফয়সা‌ল। ২০২২ সালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষের ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকাসহ গ্রেফতার হন কক্সবাজার জেলা প্রশাসনের এলএ শাখার সার্ভেয়ার আতিকুর রহমান। ওই দিন তার বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের আদালত। রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কক্সবাজারের ১২ জন সার্ভেয়ারের নাম বলেন। তখন কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ১২ জন সার্ভেয়ারকে একযোগে বদলি করা হয়। এদের একজন ইব্রা‌হিম ফয়সাল। যা‌কে দুর্নী‌তির দা‌য়ে বান্দরবা‌নে শাস্তিমূলক বদলি করা হয়েছিল।

আরও পড়ুন:

ঘুষ ছাড়া কাজ ক‌রেন না সার্ভেয়ার, জেলা প্রশাসক বললেন ‘কিছুই করার নেই’