৮ বছর পর নিজ নামে ফিরলো জিয়া অডিটরিয়াম

৮ বছর পর আগের নাম ফিরে পেয়েছে ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া অডিটরিয়াম। রবিবার (৮ ডিসেম্বর) অডিটরিয়ামের নাম রঙ দিয়ে আগের মতোই লেখা হয়। আগের নাম ফিরে পাওয়ায় উচ্ছ্বসিত ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা গেছে, ২০০৬ সালের ১৬ মার্চ জিয়া অডিটরিয়াম হল উদ্বোধন করেছিলেন বাংলাদেশ সরকারের তৎকালীন নৌপরিবহন মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া অডিটরিয়ামের নাম পরিবর্তন করা হয়। কোনও প্রজ্ঞাপন বা নোটিশ ছাড়াই নামকরণ করা হয় কলেজ অডিটরিয়াম।

৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আগের নামে ফিরে যাওয়ার দাবি করেন ছাত্রদল নেতারা। পরে রবিবার (৮ ডিসেম্বর) অডিটরিয়ামের নাম রঙ করে আগের নামে জিয়া অডিটোরিয়াম লেখা হয়েছে। অভিযোগ আছে, তৎকালীন অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ জিয়া অডিটরিয়ামের নাম পরিবর্তন করেছিলেন।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের ২০১৬ সালের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক কাজী জুবায়ের আলম জিলানী বলেন, ‘ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হয়েছে সারা দেশ। সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ কলেজের জিয়া অডিটরিয়ামের নামে কলেজ অডিটোরিয়াম করে চালিয়ে দেন। এরপর থেকে তা কলেজ অডিটরিয়াম নামে সবাই চেনে। মূলত এটার নাম ছিল জিয়া অডিটরিয়াম। আমরা ধন্যবাদ জানাই ভিক্টোরিয়া কলেজের বর্তমান প্রশাসনকে, যারা অডিটরিয়ামের নামটি ফেরত দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার বিভিন্ন মাধ্যমে এমন কিছু নেই, যা করেনি। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামটি মুছে দিতে চেয়েছিল। কিন্তু বর্তমানে তারাই পলাতক। তাই মতের অমিল থাকলেও রাজনৈতিকভাবে গুণীজনদের হেলা করা উচিত নয়। আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করবো, বিগত সরকার সারা বাংলাদেশের যেসব নাম পরিবর্তন করে তাদের নিজেদের খেয়াল খুশিমতো রেখেছে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক। গুণীজনেরা সম্মানিত হোক।’

বিষয়টি নিয়ে কলেজ অধ্যক্ষ আবুল বাশার ভূঞা বলেন, ‘এটির আগে যে নাম ছিল আমরা সেটি নিয়েই কাজ করেছি। আমি একজন শিক্ষককে অডিটরিয়ামের নামটি আগে যা ছিল তা লেখার জন্য দায়িত্ব দিয়েছিলাম। ভিক্টোরিয়া কলেজ তার ঐতিহ্য ধরে রাখুক সেটাই প্রত্যাশা।’