বন্ধ ঘোষণার এক সপ্তাহ পর চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের নয়টি কারখানা আবারও খুলে দেওয়া হয়েছে। এসব কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা বুধবার (১ জানুয়ারি) সকালে কাজে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকে এসব কারখানায় উৎপাদন শুরু হবে।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এস আলম গ্রুপের ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ হোসেন। তিনি বলেন, ‘কাঁচামাল সংকটের কারণে ৯টি কারখানা ২৫ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। বন্ধের নোটিশ প্রত্যাহার করে বুধবার থেকে কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। বিদেশি এলসি বন্ধ থাকায় কাঁচামাল আমদানি করা যাচ্ছে না। তবে স্থানীয় বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে বৃহস্পতিবার থেকে উৎপাদন শুরু হবে।’
এর আগে গত ২৫ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ৯টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। বন্ধের নোটিশ টানানো হয় কারখানাগুলোর সামনে। এগুলো হলো- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড-এনওএফ, এস আলম স্টিল ও এস আলম ব্যাগ।
গত ২৪ ডিসেম্বর দুপুরে গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে। নোটিশ দেখে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেন কারখানা শ্রমিকরা। তবে পরিস্থিতির উন্নতি হলে আবারও কারখানা চালু হওয়ার আশ্বাস দেন কর্মকর্তারা। মঙ্গলবার সন্ধ্যায় বোরহান উদ্দিন আরেক বিজ্ঞপ্তিতে জানান, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে ২৪ ডিসেম্বর জারি করা কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করা হলো। ১ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে।