কুমিল্লা-চাঁদপুর রুটে ৪০ বছর পর নতুন বাস, দুই পরিবহনের লোকদের হট্টগোল

কুমিল্লা-চাঁদপুর রুটে ৪০ বছর পর নতুন বাস সার্ভিস চালু হয়েছে। এ নিয়ে কুমিল্লা-জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে আইদি ও বোগদাদ নামের দুই পরিবহনের লোকজনের মধ্যে হট্টগোল হয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আইদি এন্টারপ্রাইজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। উদ্বোধনের পর বোগদাদ নামের আরেকটি সার্ভিসের লোকজন বাধা দেয় বলে অভিযোগ ওঠে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইদি এন্টারপ্রাইজের উপদেষ্টা তাজুল ইসলাম সুমন বলেন, বিভিন্ন সময় এই রুটে নতুন সার্ভিস চালুর চেষ্টা করা হলেও বোগদাদ তাতে বাধা দেয়। আজও বাধা দিয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এ বিষয়ে বোগদাদ সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, অভিযোগ সঠিক নয়। ভুল বোঝাবুঝি হয়েছে। এটা এখন সমাধান হয়েছে।

সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে আইদি ও বোগদাদ পরিবহনের লোকজনের মধ্যে কিছু হট্টগোল হয়েছে। আমরা বিষয়টি সমাধান করে দিয়েছি।