মায়ের মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মা মোছাম্মত কতবানুর (৮৫) মৃত্যুর খবর পাওয়ার চার ঘণ্টা পর ছেলে ছাদেকুল ইসলাম ছাদির (৬৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনা সম্পর্কে মৃত ছাদেকুল ইসলামের জামাতা মো. রাসেল খান বলেন, ‘দাদিশাশুড়ি (কতবানু) সোমবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই খবর শুনে আমার শ্বশুর ছাদেকুল ইসলাম দুপুর ২টার দিকে অসুস্থ হয়ে পড়লে ঢাকা নেওয়ার পথে নারায়নগঞ্জের ৩০০ ফিট নামক স্থানে মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘তার (শ্বশুর) হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে ডাক্তার জানিয়েছেন। মায়ের মৃত্যু খবর শোনার পরই আমার শ্বশুরের মৃত্যু হয়। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে জানাজা শেষে একসঙ্গে তাদের লাশ দাফন করা হবে।’