শিক্ষকের কক্ষ ভাঙচুর ও হুমকির অভিযোগ কলেজ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে

এক ছাত্রকে নিয়মবহির্ভূতভাবে হলে সিট না দেওয়ায় নোয়াখালী সরকারি কলেজের এক শিক্ষককে লাঞ্ছিত ও তার কক্ষে ভাঙচুরের অভিযোগ উঠেছে ওই কলেজের ছাত্রদল সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের বিরুদ্ধে।

সোমবার (৫ মে) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষক মো. আনোয়ার হোছাইন ভুঁঞা নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি আব্দুস সালাম হলের হল সুপারের দায়িত্বেও রয়েছেন।

শিক্ষক আনোয়ার হোছাইন ভুঁঞা বলেন, ‘সোমবার দুপুরে ছাত্রদল সভাপতি সোহাগ এসে এক ছাত্রকে নিয়মবহির্ভূতভাবে হলে তোলার জন্য বলে। আমি নিয়ম অনুযায়ী আবেদন করতে বললে সোহাগ ক্ষিপ্ত হয়ে আমার কক্ষের টেবিলের গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে।’

তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে আমি হল সুপারের দায়িত্ব পেয়েছি। নিয়মের কথা বলায় ছাত্রদল নেতা হুমকি দিয়ে বলেন- এটা আমার এলাকা আমিও দেখে নেবো। আমি তাকে সংযত আচরণ করতে বলায় সে আমার কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানিয়েছি।’

জানতে চাইলে অভিযুক্ত ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম সোহাগ হামলা-ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘একজন ছাত্রকে হলে তুলতে বলেছিলাম, কথা না শোনায় একটু চেঁচামেচি করেছি। ওই শিক্ষক শিবিরপন্থি তাই এমন অভিযোগ করছেন।’

এদিকে কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেনকে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।