ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরে চট্টগ্রামমুখী অংশে মাটি সরে দেবে গেছে ড্রেন। গত বছরের নভেম্বর মাসে মহাসড়কের পাশঘেঁষে ড্রেনের নিচ দিয়ে গ্যাসলাইনের পাইপ স্থাপন করা হয়। পাইপলাইন স্থাপন শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানের উদ্যোগে ভাঙা ড্রেন সংস্কার করা হলেও সম্প্রতি বৃষ্টিতে বিভিন্ন অংশে মাটি সরে যাওয়ার ফলে ড্রেন দেবে যায়। এতে করে চলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি মহাসড়ক আর ড্রেনের মাঝে দেখা দিয়েছে এক থেকে দেড় ফুট ফাটল।
জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরে চট্টগ্রামমুখী অংশে ড্রেনের নিচ দিয়ে গ্যাসলাইনের পাইপ স্থাপনের কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান দীপন গ্যাস। পাইপলাইন স্থাপন শেষে ভাঙা ড্রেন সংস্কার করে দেয় প্রতিষ্ঠানটি। গত সপ্তাহে বৃষ্টি হলে ড্রেনের কয়েকটি অংশে মাটি সরে দেবে যায়। এতে করে ড্রেনটি বেশকিছু অংশে দেবে যায়।
সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের মীরসরাই মাজার, মীরসরাই থানা, মীরসরাই পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মাটি সরে যাওয়ার ফলে ড্রেন দেবে গেছে। এতে করে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হওয়ার পাশাপাশি চলাচলে দেখা দিয়েছে বিঘ্ন। মহাসড়ক থেকে ড্রেন আলাদা হয়ে যাওয়ায় মাঝখানে দেখা দিয়েছে ফাটল। অতিরিক্ত বৃষ্টি হলে মহাসড়কের মাটিও সরে গিয়ে কার্পেটিং ও ঢালাই অংশে ভাঙন দেখা দিতে পারে।
ঠিকাদারি প্রতিষ্ঠান দীপন গ্যাসের করপোরেট অফিসের নম্বরে একাধিকবার যোগাযোগ করেও এ বিষয়ে দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।
সড়ক ও জনপদ বিভাগ চট্টগ্রামের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান বলেন, ‘মহাসড়কের মীরসরাই সদর অংশে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধীনে ঠিকাদারি প্রতিষ্ঠান দীপন গ্যাস কোম্পানি পাইপলাইন স্থাপনের কাজ করে। পাইপলাইন স্থাপন শেষে বৃষ্টির পানিতে ড্রেন দেবে যাওয়ার বিষয়টি সম্পর্কে আমরা আগে অবহিত ছিলাম না। শিগগিরই সরেজমিন পরিদর্শন করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে যোগাযোগ করে ড্রেন পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’