ছয় সিবিএ নেতার জামিন শুনানিতে হট্টগোল, বিব্রত বিচারক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ঘটনায় করা মামলায় মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের (সিবিএ) ছয় নেতার জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে হট্টগোল হয়েছে। একপর্যায়ে বিচারক বিব্রত হয়ে ছয় সিবিএ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে এজলাস থেকে নেমে যান।

বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। ছয় সিবিএ নেতা হলেন মেঘনা পেট্রোলিয়াম সিবিএ সভাপতি মো. আইয়ুব, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জহির উদ্দিন, অর্থ সম্পাদক ইউসুফ আলী, দফতর সম্পাদক রনি কর ও সদস্য রাজীব ধর।

আদালত সূত্রে জানা যায়, গত জুলাই-আগস্টে নগরের সিটি কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের একদল নেতাকর্মী আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এ ঘটনায় মাশফিকুর রহমান নামের এক শিক্ষার্থী বাদী হয়ে মোট আট জনকে আসামি করে নগরের সদরঘাট থানায় মামলা করেন। এর মধ্যে সিবিএর ছয় নেতা রয়েছেন। তারা ছয় জন এই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন। মেয়াদ শেষ হওয়ায় মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন।

বাদীপক্ষের আইনজীবী সিবিএর সাধারণ সম্পাদক হামিদুর রহমানকে বিএনপির নেতা দাবি করে মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে দাবি করেন। বাকিরাও ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয় শুনানিতে। ওই সময় বেশ কিছুসংখ্যক আইনজীবী এর বিরোধিতা করে বলেন, আসামিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের সঙ্গে স্বৈরাচারের দোসরদের সঙ্গে ছবি, ভিডিও আছে।

মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া বলেন, ‌‘জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে হট্টগোল হয়। একপর্যায়ে বিচারক বিব্রত হয়ে এজলাস থেকে নেমে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালতের ভেতর ও বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে আসামিদের কারাগারে পাঠানো হয়।’