বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এতে কেএনএ’র কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে রুমার দুর্গম পাহাড়ে অভিযান শুরু হয়েছে। যা এখনও চলছে চলমান রয়েছে।
সেনাবাহিনীর সঙ্গে গেলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে সেখান থেকে তিনটি এসএমজি, একটি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সেনাবাহিনীর রুমা জোন থেকে জানানো হয়েছে।