কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের করিবারই গ্রামে গণপিটুনিতে দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন। মাদক ব্যবসায়ী সন্দেহে স্থানীয়দের পিটুনিতে তাদের প্রাণহানি হয়। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে জেলার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)। এই ঘটনায় আহত অপর মেয়েকে আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন থেকে চার দিন আগে একটি মোবাইল চুরির ঘটনা নিয়ে রুবি আক্তারের পরিবারের সঙ্গে স্থানীয়দের ঝগড়া হয়। সে সময় রুবি ও তার ছেলে বেশ কয়েকজনকে মারধর করেন। এ ঘটনার সূত্র ধরেই করইবাড়ি গ্রামবাসী একত্রিত হয়ে রুবির বাড়িতে হামলা করে। ওই পরিবারের চার জনকে বেদম মারধর করে। এ সময় ঘটনাস্থলেই রুবি, তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেল নিহত হয়। রুবির অপর মেয়ে রুমাকে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এলাকাবাসীর দাবি, মাদক ব্যবসা ও প্রতারণা করে এলাকায় আধিপত্য বিস্তার করা রুবি ও তার পরিবারের প্রতি গ্রামবাসী ক্ষুব্ধ ছিল। তার (রুবি) বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও সরকারি খাল দখল করে তার বিরুদ্ধে বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেন, নিহতদের বিরুদ্ধে মাদক ও নানান অপরাধের একাধিক মামলা রয়েছে। তবে যারাই আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম আছে।