ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রামে ছেলের বিয়ে থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শুক্রবার (৪ জুলাই) রাতে নগরীর চিটাগং ক্লাবের সামনে এ বিক্ষোভ করছে তারা।

সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বোয়ালখালী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছে নগরের চিটাগং ক্লাবে। সেখানে জাহেদুল হক উপস্থিত হয়েছেন- এমন খবরে অবস্থান নেন কিছু ছাত্র। তারা ক্লাবের সামনে স্লোগান দিচ্ছেন।

মোরশেদ নামে এক বিক্ষোভকারী বলেন, বোয়ালখালী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল হকের বিরুদ্ধে নগরীতে ছাত্রদের ওপর হামলার ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি এতদিন পলাতক ছিলেন। আজ ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে শুনে আমরা জড়ো হয়েছি। তাকে গ্রেফতার করতে হবে।

এদিকে, ক্লাবের বাইরে বিক্ষোভের কারণে বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, আমি ঘটনাস্থলে উপস্থিত আছি। আওয়ামী লীগ নেতা জাহেদুল হক ভেতরে আছে কি না তা আমার জানা নেই।