কুমিল্লায় নাশকতার মামলায় রিজভীর জামিন

কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোলবোমা হামলায় বাসের আট যাত্রী নিহতের মামলায় বুধবার জামিন পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বিষয়টি নিশ্চিত করেছেন রুহুল কবির রিজভী আহমেদের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

রুহুল কবীর রিজভীআজ দুপুর ২টায় কুমিল্লার একটি আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন।
তার আইনজীবী জানান, এ মামলায় তিনি (রিজভী) উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। বুধবার তিনি কুমিল্লার ৫নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানার আদালতে হাজির হয়ে জামিনসহ এ মামলার পরবর্তী ধার্য তারিখগুলোতে ব্যক্তিগত হাজিরার পরিবর্তে আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচে দুর্বৃত্তদের পেট্রোলবোমা হামলায় আটজন নিহত হন।
এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, রুহুল কবির রিজভী আহমেদ, সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ কেন্দ্রীয় বিএনপির ছয়জনকে হুকুমের আসামি এবং জামায়াত নেতা আবদুল্লাহ মো.তাহেরকে প্রধান করে ৫৬ জনকে আসামি করা হয়। চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন।

 

/বিটি/টিএন/