বিএনপি নেতা আলমগীর হায়দারের মৃত্যু

প্রয়াত আলমগীর হায়দার খানচাঁদপুর-৪ (সাবেক চাঁদপুর-৬) ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলমগীর হায়দার খান মারা গেছেন। বুধবার রাত ১০টা ৫ মিনিটে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

বৃহস্পতিবার তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন স্বজনরা। তার ছোট ভাই শাহাদাৎ হোসেন নয়ন জানান, আলমগীর হায়দার খান ২০০২ সালের ৭ ফেব্রুয়ারি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কয়েকদিন আগে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন।

প্রয়াত আলমগীর হায়দার খান ফরিদগঞ্জ থেকে ১৯৯১ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ১৯৯৬ এবং ২০০১ সালেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ স্থানীয় নেতারা।

আরও পড়তে পারেন: কুকুর নিয়ে বেকায়দায় ‍গুলশান থানা

/এমও/