আশুলিয়ায় পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে ৪টি বাসে আগুন

on (4)আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় হাজেরা (২৪) নামে এক নারী শ্রমিক নিহতের প্রতিবাদে চারটি বাসে আগুন দিয়েছেন শ্রমিকরা। এ সময় আরও কয়েকটি বাস ভাঙচুর করেন শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের শিবরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে শিবরামপুর এলাকায় রেডিয়াল নামে একটি পোশাক কারখানার নারী শ্রমিক হাজেরা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চন্দ্রা থেকে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই নারী শ্রমিকের মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে ওই কারখানার অন্যান্য শ্রমিক ও ঘটনাস্থলে থাকা উত্তেজিত জনতা মহাসড়কের ওপর চলমান বেশ কয়েকটি বাসে ভাঙচুর চালায়। এছাড়াও ওয়েলকাম পরিবহনের চারটি বাসে অগ্নিসংযোগ করেন শ্রমিকরা। খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে চক্রবর্তী ফাঁড়ি পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 আরও পড়ুন:

কুষ্টিয়ায় হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

/বিটি/টিএন/