অবৈধভাবে ইলিশ ধরায় ৮ জেলে আটক

মানিকগঞ্জমানিকগঞ্জের আরিচায় যমুনা নদীতে অবৈধভাবে ইলিশ মাছ ধরার সময় আট  জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে সাতজনের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আটক জেলেদের কাছ থেকে এক লাখ মিটার কারেন্ট জাল এবং ১০ কেজি ইলিশ মাছও উদ্ধার করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.রফিকুল আলম  জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল মোহাম্মদ রাশেদ,সহকারী কমিশনার (ভূমি) আ,ন,ম বদরুদ্দোজা,পাটুরিয়া নৌ পুলিশের ইনচার্জ মো.সামশুল আলমের নেতৃত্বে যমুনা নদীতে এ অভিযান চালানো করা হয়। ইলিশ ধরার সময় আটক  করা হয় আট জেলেকে। এরা হলেন পাবনা জেলার শাহজাদপুরে মো.শফিকুল ইসলাম (২৭), মোহাম্মদ গাজী (২৬), শিবালয় উপজেলার চরশিবালয়ের আব্দুল মতিন (৩০), সাইদুর রহমান (২৬), মো.হানিফ (২৫), মোহাম্মদ আলী (২৫), তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরের সুরুজ আলী (২৫), স্কুলছাত্র মিজানুর রহমান (১৭)। মিজান স্কুলছাত্র হওয়ায় বিশেষ বিবেচনায় তার পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বাকিদের প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয় বলে জানান ওই মৎস্য কর্মকর্তা।

/বিটি/