X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

আনারসের পাতা থেকে তৈরি হবে সিল্ক জামদানি শাড়ি

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ২১:৪৯আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২১:৪৯

মানিকগঞ্জে আনারস পাতার আঁশ থেকে পাইনাপেল সিল্ক জামদানি তৈরির কারখানা উদ্বোধন করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তিনি বলেছেন, ‘আগামী দিনে নতুন এই উদ্ভাবনী আশার আলো জাগাবে। আমাদের দেশের চাহিদা মিটিয়ে রফতানির মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে।’

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ পৌর এলাকার চর বেউথা এলাকায় বেসরকারি সংস্থা আলাপ কর্তৃক উদ্ভাবিত পাইনাপেল সিল্ক উৎপাদনকেন্দ্র পরিদর্শন করেন মন্ত্রী। তীব্র তাপপ্রবাহের কারণে কোনও ধরনের আনুষ্ঠানিকতা না করে কারখানাটি পরিদর্শন করে সংক্ষিপ্তভাবে কয়েক মিনিটের বক্তব্য রাখেন তিনি। 

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আলাপ সংস্থাটি দীর্ঘদিন ধরে গবেষণা করে আনারসের পাতা থেকে সুতা তৈরি করছে। আর সেই সুতা থেকে সিল্ক কাপড়সহ নানা সামগ্রী তৈরি হচ্ছে। আনারস নিয়ে সংস্থাটি আরও গবেষণা করে বিভিন্ন খাদ্যসামগ্রীর উপাদান তৈরি করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। শিল্পটি দেশের সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দেবে। প্রয়োজনে শিল্পটিকে প্রসার করতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের এমপি দেওয়ান জাহিদ আহমেদ টুলু, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড. আবু সালেহ মো. মোস্তাফা কামাল, জেলা প্রশাসক রেহেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শুক্লা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন ও আলাপ সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা আক্তার প্রমুখ।

কীভাবে আনারসের পাতা থেকে তৈরি হবে সিল্ক জামদানি শাড়ি এ প্রসঙ্গে আলাপ সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা আক্তার বলেন, ‘২০০৭ সাল থেকে মধুপুরে বিষমুক্ত আনারস উৎপাদন এবং এই ফল থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদনে মধুপুরবাসীর উদ্যোগে প্রশিক্ষণ শুরু করি। কাজ করতে গিয়ে ২০০৯ সালে বুঝতে পারি, আনারসের পাতার মধ্যে এক ধরনের আঁশ আছে। যা অসম্ভব সুন্দর এবং মজবুত। তখন থেকে বিভিন্ন সময়ে গবেষণা করে এই আঁশকে কাজে লাগানোর চেষ্টা ছিল। আঁশ থেকে বিভিন্ন হস্তশিল্প, আনারসের সিল্ক কাপড় এবং আমাদের দেশের জামদানি শাড়ির উৎপাদনে সক্ষম হই আমরা। একসময় আনারসের পাতাগুলো চাষিদের জন্য একটা বোঝা মনে হতো। এখন সেই বোঝা তাদের জন্য বয়ে আনবে সোনালি দিন।’

আঁশ থেকে প্রথমে সুতা তৈরি এবং সেই সুতা দিয়ে পাইনাত্রিপোল সিদ্ধ ও পাইনাত্রিপোল সিল্ক জামদানি তৈরি হবে জানিয়ে মাসুদা আক্তার আরও বলেন, ‘এই শাড়ি আমাদের দেশের চহিদা মিটিয়ে বিদেশে রফতানির মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

/এএম/
সম্পর্কিত
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে: প্রধানমন্ত্রী
ভাতাভোগীরা যেন নিজেদের অসহায় মনে না করেন: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
২০ ঘণ্টা পর মুক্ত সৈয়দপুরের সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থী
২০ ঘণ্টা পর মুক্ত সৈয়দপুরের সেই উপজেলা চেয়ারম্যান প্রার্থী
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ
সর্বাধিক পঠিত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া